মানুষের জীবনমান বদলাতেই রাজনীতি: তারেক রহমান

মানুষের জীবনমান বদলাতেই রাজনীতি: তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:২৬, ২০ জানুয়ারি ২০২৬

ক্ষমতার লোভে নয়, বরং সাধারণ মানুষের জীবনমান বদলানোর লক্ষ্য নিয়েই রাজনীতিতে যুক্ত আছেন—এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান—এই পরিচয়ের চেয়েও তার কাছে বড় পরিচয় হলো তিনি জনগণের সন্তান। দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান জানান, মা ও বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষকদের সহায়তার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

কড়াইল বস্তির শিশুদের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি তিনি চান, এই এলাকার সন্তানরা বিদেশি ভাষায় দক্ষ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক।

আবাসন সংকট নিরসনে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণ এবং একটি নতুন ক্লিনিক স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। নিজের জীবনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে ঘর হারানোর কষ্ট তিনি অনুভব করেছেন, তাই সাধারণ মানুষের মাথা গোঁজার ঠাঁই না থাকার বেদনা তিনি গভীরভাবে বোঝেন।

চব্বিশের গণ-আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, আল্লাহর রহমত এবং জনগণের দোয়া পাশে থাকলে এসব উন্নয়নমূলক উদ্যোগ দ্রুত বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement