নির্বাচনের নিরাপত্তায় ১২ দিন আগে ও পরে মাঠে থাকবে যৌথ বাহিনী

নির্বাচনের নিরাপত্তায় ১২ দিন আগে ও পরে মাঠে থাকবে যৌথ বাহিনী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৫, ২১ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটকে ঘিরে দেশব্যাপী যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে ভোটের চার দিন আগে থেকেই মাঠে নামবে যৌথ বাহিনী। ভোটের দিনসহ নির্বাচন-পরবর্তী আরও সাত দিন তারা দায়িত্ব পালন করবেন।

বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র সচিব জানান, আগামী পাঁচ দিনের মধ্যেই মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বডি ক্যামেরা পৌঁছে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহারের মাধ্যমেও নজরদারি চালাবেন।

তিনি আরও বলেন, আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক মনিটরিং টিম কাজ শুরু করবে। এসব টিম নির্বাচন সংশ্লিষ্ট মাঠপর্যায়ের তথ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নথিভুক্ত করবে এবং ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে।

নাসিমুল গনি জানান, বডি ক্যামেরা ব্যবহারের ফলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে এবং যেকোনো ঘটনা সরাসরি রেকর্ড করা সম্ভব হবে। এতে পরিস্থিতি দ্রুত মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

সভা চলাকালে বডি ক্যামেরা ব্যবহারের পদ্ধতি ও কার্যকারিতা তুলে ধরতে একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement