বাংলাদেশ না খেললে টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল, আইসিসির সিদ্ধা

বাংলাদেশ না খেললে টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল, আইসিসির সিদ্ধা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩২, ২১ জানুয়ারি ২০২৬

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০২৬ আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে বাংলাদেশ রাজি না হলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে পৌঁছেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।

ভারতের বিপক্ষে এবং ভারতীয় ভেন্যুতে দল পাঠানো নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে তাদের অবস্থান জানালে বিষয়টি আজ আইসিসির বোর্ডসভায় উত্থাপিত হয়। সভায় এ ইস্যুতে বিস্তারিত আলোচনা শেষে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বাংলাদেশের পরিবর্তে টি–টুয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে ওই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর না করে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। এ জন্য আইসিসি বিসিবিকে এক দিনের সময় দিয়েছে।

আইসিসি বোর্ডসভা–সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো।

ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে গিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে সম্মতি না দেয়, সে ক্ষেত্রে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ নিয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভার্চুয়াল বোর্ডসভা শুরু হয়।

সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়াসহ অন্যান্য সদস্য দেশের বোর্ড প্রতিনিধিরাও সভায় অংশ নেন। আইসিসির পক্ষ থেকে এতে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা, ইভেন্টস বিভাগের প্রধান ও লিগ্যাল অফিসার।

উল্লেখ্য, ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ স্থান অর্জন করায় স্কটল্যান্ড ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে বাংলাদেশ সরে দাঁড়ালে তাদের জন্য বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement