তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মামাতো ভাই লিয়াকত আলী এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডায় প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম হাফিজ উদ্দিন খান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থসহ অন্তত সাতটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৫ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে উত্তরায় স্ত্রীসহ বসবাস করতেন।
তিনি ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (সম্মান) এবং ১৯৬১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ উদ্দিন খান সৎ ও মর্যাদাশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর সিরাজগঞ্জে তাকে দাফন করা হবে।































