ঠাকুরগাওয়ে ৩টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
Published : ২০:২৩, ২১ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাও জেলার ৩টি সংসদীয় আসনে বিএনপি, জামাত ও জাতীয় পার্টি সহ ২০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নি কর্মকর্তা।
বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা ২০ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়।আগামীকাল হতে শুরু হবে আনুষ্ঠাসনকভাবে প্রচার ও প্রচারনা।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধানের শীষ, জামাত মনোনীত প্রাথী মওলানা দেলোয়ার হোসেনকে দাড়িপাল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. হাফেজ মোহাম্মদ খাদেমুল ইসলামকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালামকে ধানের শীষ,জামাত মনোনীত প্রার্থী মওলানা আব্দুল হাকিমকে দাড়িপাল্লা ,জাপা মনোনীত প্রার্থী নূরুন নাহার বেগমকে লাঙ্গল,গণ অধিকার পরিষদের প্রার্থী ফারুক হোসেনকে ট্রাক,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোহাম্মদ রেজাউল করিমকে হাতপাখা,,এবি পার্টির মো: নাহিদ রানা ঈগল,সিপিবি মনোনীত সাহাবুদ্দিনকে কাস্তে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়াও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সাবেক এমপি জাহিদুর রহমানকে ধানের শীষ,জামাত মনোনীত মিজানুর রহমানকে দাড়িপাল্লা,বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান হাড়িকেন, জাতীয় পার্টির মো: হাফিজ উদ্দীন আহাম্মদকে লাঙ্গল,গণ অধিকার পরিষদের মামনুর রশিদ মামুনকে ট্রাক,
সিপিবির প্রভাত সমীর শাহজাহান আলমকে কাস্তে ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: আল আমিনকে হাতপাখা,বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি মনোনীত কমলা কান্ত রায়কে রকেট,বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত আবুল কালাম আজাদকে একতারা এবং স্বতন্ত্র প্রার্থী মোছা: আশামনিকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা রিটানিং কর্মকর্তা ইসরাত ফারজানা জানান, আগামীকাল হতে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারনা চালাতে আর কোন বাঁধা নেই।
বিডি/এএন































