মাইলস্টোন ট্রাজেডির পর ৩৬ অপারেশন, আবিদ সুস্থ হয়ে বাড়ি ফিরলো
Published : ১৫:৪৬, ২১ জানুয়ারি ২০২৬
ঢাকার উত্তরায় ঘটে যাওয়া বিমান বিধ্বস্ত দুর্ঘটনার পর দীর্ঘ চিকিৎসা ও ৩৬টি অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহিম, যিনি ডাকনামে আবিদ। বর্তমানে আবিদ পঞ্চম শ্রেণির ছাত্র।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। তিনি জানান, আবিদ দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আবিদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের মোয়াকোলা পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে তার পরিবারসহ ঢাকার উত্তরায় বসবাস করছে। তার বড় মেয়ে রাইসা (১৩) মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আবিদ চতুর্থ শ্রেণিতে পড়ছে। বিমান দুর্ঘটনার সময় আবিদের দুই হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশে ২৫ ভাগ আগুনের দগ্ধ হওয়ার পাশাপাশি তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। সেই ভয়ঙ্কর আগুনে পুড়ে বা ধ্বংসাবশেষের চাপা পড়ে স্কুলের বহু শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান।
আবিদের দীর্ঘ চিকিৎসা এবং ধৈর্যশীলতার ফলে সে জীবনের নতুন আশা ফিরে পেয়েছে। তার সুস্থতা পরিবার, শিক্ষকমণ্ডলী এবং সহপাঠীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরিয়েছে।
বিডি/এএন































