দেশে ফিরলেন ৪ হাজার ৪০৮ হাজি

Published : ১২:১০, ১১ জুন ২০২৫
২০২৫ সালের পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।
বুধবার (১১ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ৪৪০৮ জন হজযাত্রী বাংলাদেশে ফিরে এসেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরে এসেছেন ৪১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৯৮৯ জন হাজি।
তথ্য মতে জানা যায়, মোট ১১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৬টি ফ্লাইট পরিচালনা করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৪১৯ জন হাজি দেশে ফিরেছেন।
তাদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪১৯ জন, সৌদি এয়ারলাইন্স ১৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২,৪৩২ জন হজযাত্রীকে দেশে ফিরিয়ে এনেছে।
হজকালীন সময়ে সৌদি আরবের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ৪৮৩১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৯ হাজার ৯৯৫ জন হজযাত্রী।
এছাড়া সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯০ জন হজযাত্রী। বর্তমানে সেখানে ভর্তি আছেন ২১ জন।
হজ পালনের সময় সৌদি আরবে মোট ২২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ২০ জন এবং মহিলা ২ জন। মৃত্যুবরণকারীদের অবস্থান অনুযায়ী সংখ্যা হলো, মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন এবং আরাফায় ১ জন। জেদ্দা, মিনা ও মুজদালিফায় কেউ ইন্তেকাল করেননি।
চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন, ২০২৫ তারিখে। বাংলাদেশের হজযাত্রীরা সৌদি আরবে যাত্রা শুরু করেন ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইটটি যায় ৩১ মে তারিখে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা ছিল ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ছিলেন ৮১৯০০ জন। ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ছিল ৭০টি। ফিরতি ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
বিডি/ও