পর্তুগিজ ক্লাবের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিক, জিতেছে আল-নাসের

Published : ১৩:২৪, ৮ আগস্ট ২০২৫
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে পর্তুগিজ ক্লাব রিও আভের বিপক্ষে বড় জয় পেয়েছে আল-নাসের। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে পর্তুগালের ক্লাবটিকে ৪-০ ব্যবধানে হারিয়েছে সৌদি ক্লাবটি। আল-নাসেরে চুক্তি করে রোনালদোর স্বদেশী জোয়াও ফেলিক্স খেলেছেন প্রথম ম্যাচ। তিনি গোল না পেলেও সিআর সেভেনকে দিয়ে গোল করিয়েছেন।
এস্তেদিও আলগাভ্রেতে নেমে ম্যাচের ১৫ মিনিটে রিওর জালে বল জড়ান আল-নাসেরের ফরাসি ডিফেন্ডার মোহম্মদ সিমকান। প্রথমার্ধের ৪৪ মিনিটে ক্রিস্টিয়ানো প্রথম গোল করেন।
৬৩ মিনিটে ফেলিক্সের পাসে আবারও রিওর জালে বল জড়ান রোনালদো। স্বাগতিকরা ৬৮ মিনিটে পেনাল্টি পায়। অধিনায়ক রোনালদো পেনাল্টি নিয়ে পূরণ করেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক। পুরো ম্যাচেই বল দখলে আধিপত্য দেখায় আল-নাসের।
২০২৫ সালে ৪০ বর্ষী ক্রিস্টিয়ানো দেখা পেয়েছেন প্রথম হ্যাটট্রিকের। গতবছর তিনটি হ্যাটট্রিক করেছিলেন মহাতারকা। রোনালদোর এখন হ্যাটট্রিক সংখ্যা ৬৭। যা সবার চেয়ে বেশি। আরেক আর্জেন্টাইন মহাতারকা মেসির হ্যাটট্রিক ৫৯। এবছর মেসি দেখা পাননি কোন হ্যাটট্রিকের।
সৌদি প্রো লিগ শুরুর আগে পর্তুগালে ঝাঁলিয়ে নিচ্ছে আল-নাসের। ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে তারা। প্রতিপক্ষ আল-ইত্তিহাদ। সৌদি ফেরার আগে ১০ আগস্ট তারা স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ।