মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতা ও সংসদে প্রতিনিধি দাবি তে স্মারকলিপি

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতা ও সংসদে প্রতিনিধি দাবি তে স্মারকলিপি

The Business Daily

Published : ১২:৩৪, ৯ আগস্ট ২০২৫

মালয়েশিয়ায় অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। স্মারক নং/সা প্রবাসী/কুয়ালালামপুর/০১/২০২৫ অনুযায়ী ১৮ আগস্ট ২০২৫ তারিখে প্রেরিত এ স্মারকলিপিতে অবৈধ প্রবাসীদের বৈধতা প্রদান এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করছেন। তবে ২০২২ সালের পর থেকে বৈধতা কার্যক্রম বন্ধ থাকায় দালাল চক্র ও নানা জটিলতার কারণে বিপুলসংখ্যক প্রবাসী অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিয়মিত ধরপাকড় অভিযানের কারণে তারা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

প্রবাসীরা দাবি করেছেন, বৈদেশিক আয় দেশের অর্থনীতির চাকা সচল রাখার অন্যতম প্রধান শক্তি হলেও জাতীয় নীতি বা ঘোষণাপত্রে তাদের অবদানকে যথাযথভাবে প্রতিফলিত করা হয়নি। বর্তমানে প্রায় দুই কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন, যাদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে প্রায় ৮০ শতাংশ প্রভাব রাখছে। তবুও তারা পাসপোর্ট জটিলতা, ভিসা ও টিকিট সিন্ডিকেট, কর্মসংস্থানের অনিশ্চয়তা এবং বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।

স্মারকলিপিতে প্রবাসীদের পক্ষে পাঁচটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো:
১. মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জরুরি ভিত্তিতে বৈধতা প্রদান করতে মালয়েশিয়া সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা।
২. সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ এবং দুই কোটি প্রবাসীর জন্য স্বচ্ছ ভোটাধিকার নিশ্চিতকরণ।
৩. পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য মালয়েশিয়া ও সৌদি আরবের হাইকমিশনে সরাসরি প্রিন্টিং মেশিন স্থাপন।
৪. মালয়েশিয়ার কারাগারে বন্দী প্রবাসীদের তালিকা প্রণয়ন করে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফেরত পাঠানো এবং সরকারি খরচে টিকিটের ব্যবস্থা।
৫. প্রবাসে মৃত্যুবরণ বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে সরকারি সহায়তায় মৃতদেহ বা রোগীকে দেশে প্রেরণ।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, বিগত সরকারসহ বিভিন্ন সময়ে ক্ষমতাসীনরা প্রবাসীদের জন্য কার্যকর নীতি গ্রহণে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীরা প্রত্যাশা করছেন, তাদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

প্রবাসীদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন এবং প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান নিশ্চিত করবেন।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement