সাংবাদিক তুহিন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার স্বাধীন, কেটু মিজান ও গোলাপী।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:০৬, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক মো. তুহিন হত্যা মামলার প্রধান আসামী কেটু মিজানসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১,গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন—কেটু মিজান, স্বাধীন ও গোলাপী।

গতকাল সাংবাদিক মো. তুহিনকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় প্রধান আসামীদের গ্রেফতারে স্থানীয় সাংবাদিক মহলে স্বস্তি ফিরেছে। তারা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুনঃ
Advertisement