এটা জীবনের চরম লজ্জার অভিজ্ঞতা এমনটা আগে কখনো হয়নি

এটা জীবনের চরম লজ্জার অভিজ্ঞতা এমনটা আগে কখনো হয়নি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১৪, ১৮ আগস্ট ২০২৫

ব্রাজিলিয়ান লিগ সিরি আ’য় ভাস্কো দা গামার বিপক্ষে ভরাডুবি হয়েছে নেইমারের দল সান্তোসের। রোববারের ম্যাচে সান্তোস ৬–০ গোলের করুণ পরাজয়ের মুখে পড়ে। প্রথমার্ধে সান্তোস কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখালেও বিরতির পর ভাস্কো দা গামা একে একে চারটি গোল করে ম্যাচে বিপর্যয় তৈরি করে। ফিলিপে কৌতিনহো দুই গোল করে তিক্ত জয় নিশ্চিত করেন। এরপর দ্রুত দুটি গোল আরও সান্তোসের আত্মবিশ্বাস ভেঙে দেয়, আর শেষে গ্রোথের মতো ৬–০ ব্যবধান গড়ে তোলে ভাস্কো।

ম্যাচ শেষে নেইমার লজ্জা ও হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্স একেবারেই গ্রহণযোগ্য নয়। সমর্থকদের ক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই তা সহিংসতা ছাড়া হতে হবে। তারা গালি বা সমালোচনা করলে সেটা মেনে নিতেই হবে।”

তিনি আরও বলেন, “এটা জীবনের চরম লজ্জার অভিজ্ঞতা। এমনটা আগে কখনো হয়নি। কান্না এসেছিল রাগ ও হতাশা থেকে। দুর্ভাগ্যবশত আমি একা সব সামলাতে পারি না। পুরো ঘটনাই ছিল ভয়াবহ।”ব্রাজিলিয়ান লিগ সিরি আ’য় ভাস্কো দা গামার বিপক্ষে ভরাডুবি হয়েছে নেইমারের দল সান্তোসের। রোববারের ম্যাচে সান্তোস ৬–০ গোলের করুণ পরাজয়ের মুখে পড়ে। প্রথমার্ধে সান্তোস কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখালেও বিরতির পর ভাস্কো দা গামা একে একে চারটি গোল করে ম্যাচে বিপর্যয় তৈরি করে। ফিলিপে কৌতিনহো দুই গোল করে তিক্ত জয় নিশ্চিত করেন। এরপর দ্রুত দুটি গোল আরও সান্তোসের আত্মবিশ্বাস ভেঙে দেয়, আর শেষে গ্রোথের মতো ৬–০ ব্যবধান গড়ে তোলে ভাস্কো। কান্না এসেছিল রাগ ও হতাশা থেকে। দুর্ভাগ্যবশত আমি একা সব সামলাতে পারি না। পুরো ঘটনাই ছিল ভয়াবহ।”

এই পরাজয়ের পরপরই বড় পদক্ষেপ নেয় সান্তোস কর্তৃপক্ষ। দলের প্রধান কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করা হয়। ক্লাব এক বিবৃতিতে জানায়, তার ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলেও এই ফলাফলের পর দায়িত্বে থাকা সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, সান্তোসের এমন বিপর্যয় কেবল খেলোয়াড়দের দুর্বল পারফরম্যান্সের কারণে নয়, বরং কৌশলগত ঘাটতি ও নেতৃত্ব সংকটের ফল। এখন দলকে ঘুরে দাঁড়াতে হলে নতুন কোচের অধীনে কৌশল বদল ও শক্ত মানসিকতায় মাঠে নামা ছাড়া বিকল্প নেই।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement