এই নেশা গুলোতে হলান্ড খরচ করেন বছরে ৬০ কোটি টাকারও বেশি

Published : ০০:৩১, ১৬ আগস্ট ২০২৫
মাঠে তার গতি, শক্তি ও নিখুঁত ফিনিশিংয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত আর্লিং হল্যান্ড, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার। কিন্তু এই ফুটবল তারকার গ্যারেজেও একই তীব্র নেশা রয়েছে। হল্যান্ড বিলাসবহুল গাড়ি সংগ্রহে অত্যন্ত আগ্রহী। এই বছরের মধ্যে তিনি গাড়ি সংগ্রহে ৫ মিলিয়ন ইউরোর বেশি খরচ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।
সম্প্রতি তার গ্যারেজে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্ড শেলবি এফ-১৫০ সুপার স্নেক স্পোর্ট। পাঁচ লিটার ভি৮ ইঞ্জিনসহ এই গাড়িটি মাত্র ৩.৪ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি গতিতে পৌঁছাতে সক্ষম। বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। এটি সহ, তার সংগ্রহে রয়েছে কমলা রঙের পোর্শে ৯১১ জিটি৩, হলুদ ফেরারি ৮১২ সুপারফাস্ট কনভার্টিবল এবং একটি অ্যাস্টন মার্টিন ডিবিএক্স।
সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো বুগাটি টুর্বিয়ন। মাত্র ২৫০টি ইউনিটে তৈরি এই সুপারকারটির হাইব্রিড ভি১৬ ইঞ্জিনের ক্ষমতা ১,৮০০ হর্সপাওয়ার। এটি মাত্র ২ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি এবং ৫ সেকেন্ডে ২০০ কিমি গতি অর্জন করতে পারে। গাড়িটির বাটারফ্লাই দরজা ও স্পেস-এজ ডিজাইন মাঠের উপর এবং বাইরে উভয় ক্ষেত্রেই নজর কাড়ে।
হল্যান্ডের গাড়ি-সংগ্রহ কেবল বিলাসিতা নয়, এটি তার ব্যক্তিত্বেরও প্রতিফলন। মাঠে যেমন গোল মেশিনের খ্যাতি অর্জন করেছেন, তেমনি তার গ্যারেজেও গাড়ির ইঞ্জিন তার শক্তি ও সীমাহীন গতির প্রতিচ্ছবি। আগামী শনিবার উলভসের বিপক্ষে মৌসুমের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে তার খেলা যেমন আকর্ষণীয় হবে, গ্যারেজেও তার গাড়ি সংগ্রহের নেশা তেমনি মনোযোগ আকর্ষণ করবে।
BD/AN