প্রিমিয়ার লিগের প্রথম দিনে নতুন ক্লাবগুলোর বৈপরীত্য

প্রিমিয়ার লিগের প্রথম দিনে নতুন ক্লাবগুলোর বৈপরীত্য

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩১, ১৭ আগস্ট ২০২৫

চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হওয়া দুই ক্লাব বার্নলি ও সান্ডারল্যান্ড নিজেদের প্রত্যাবর্তন ভিন্নভাবে উদযাপন করেছে। একদিকে টটেনহ্যামের কাছে বড় ব্যবধানে হেরে মৌসুম শুরু করেছে বার্নলি, অন্যদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে উজ্জ্বল সূচনা করেছে সান্ডারল্যান্ড।

শনিবার স্পার্স স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে টটেনহ্যাম। ম্যাচের ১০ম মিনিটেই ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দিয়ে গোল করান মোহামেদ কুদুস। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন, তাকে আবারও সহায়তা করেন কুদুস। মাত্র ছয় মিনিট পর, ৬৬ মিনিটে ব্রেনান জনসনের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। ফলে প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বার্নলি।

অন্যদিকে ঘরের মাঠ ‘স্টেডিয়াম অব লাইটে’ সান্ডারল্যান্ডের শুরুটা ছিল সতর্ক। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় দলটি। ৬১ মিনিটে মায়েন্ডা গোল করে লিড এনে দেন, এরপর ৭১ মিনিটে বালার্ড ব্যবধান বাড়ান। যোগ করা সময়ে ইসিডর গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সান্ডারল্যান্ড।

দিনের আরেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের মাঠে ১-১ গোলে ড্র করে ফুলহ্যাম ইউনাইটেড। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় ব্রাইটন। তবে যোগ করা সময়ের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ সমতা ফিরিয়ে ফুলহ্যামকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement