তামিম ইকবাল: “আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই”

তামিম ইকবাল: “আমি ক্রিকেটার, সন্ত্রাসী নই” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৫, ৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তিনি অজ্ঞাত একটি ফোন কল থেকে হুমকি পেয়েছেন। কলকারী তাকে নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দেন।

এই ঘটনার পর বুলবুলের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। তবে চিঠিতে হুমকির প্রসঙ্গটি উল্লেখ করা হয়নি। পরবর্তীতে বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বুলবুল নিজেই এ তথ্য প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল এক টকশোতে বলেন, “আমি বিষয়টা খুব বেশি খোঁজ রাখিনি। তবে যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, সেটা অত্যন্ত দুঃখজনক। আমি একজন ক্রিকেটার, সন্ত্রাসী নই। বুলবুল ভাই যেটা বলেছেন, সেটি পরিষ্কারভাবে বলা দরকার।”

তিনি আরও বলেন, “যদি সত্যি এমন কল এসে থাকে, তবে নম্বর ট্রেস করা সম্ভব। নিজের নিরাপত্তা বিবেচনা করে চিঠিতে বিষয়টি ও নম্বর উল্লেখ করা উচিত ছিল। বিষয়টি পরিষ্কার না হলে বিভ্রান্তি তৈরি হয়।”

তামিম শেষ অংশে যোগ করেন, “যদি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে জিডি করার সুযোগ আছে। নম্বরও ট্রেস করা যায়। আবার যদি কিছু না হয়ে থাকে, সেটাও স্পষ্ট করে বলা দরকার।”

এর আগে বুলবুল সরাসরি ‘হুমকি’ শব্দটি ব্যবহার করেননি। তিনি বলেন, ফোনে তাকে শুধু বলা হয়েছিল—‘ইলেকশনে না গেলে ভালো হয়।’ তবে তিনি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সভাপতি পদে তামিম ইকবালের সম্ভাব্য প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে। পাশাপাশি সাবেক সভাপতি ফারুক আহমেদসহ কয়েকজনও পরিচালক পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement