আফ্রিদির চোখে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ প্রকাশ

আফ্রিদির চোখে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ প্রকাশ শহীদ খান আফ্রিদি। ‍ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৭, ৭ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি সবসময়ই ক্রিকেট প্রেমীদের মনে এক ভয়ঙ্কর কিন্তু প্রিয় চরিত্র হিসেবে স্মরণীয়। খেলার সময় প্রতিপক্ষের জন্য তিনি ছিলেন এক আতঙ্কের নাম। ম্যাচের যে কোনো পরিস্থিতি হোক না কেন, আক্রমণাত্মক ব্যাটিং ছিল আফ্রিদির প্রধান অস্ত্র। পাশাপাশি, দলের প্রয়োজনে বল হাতে তিনি জ্বলে উঠতেন। যদিও ক্রিকেট কেরিয়ার বহুদিন আগেই শেষ করেছেন, তবুও তার জনপ্রিয়তা কখনো কমেনি। সম্প্রতি আফ্রিদি আত্মজীবনী বই ‘গেম চেঞ্জার’ প্রকাশ করেছেন, যেখানে তিনি পাকিস্তানের সর্বকালের সেরা একাদশও বেছে নিয়েছেন।

এই বিশেষ একাদশে রয়েছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা  ইনজামাম-উল-হক, ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার প্রমুখ। অধিনায়কের পদে আফ্রিদি নিজের প্রিয় ইমরান খানকে রেখেছেন। উল্লেখযোগ্য যে, একাদশ গঠনের সময় তিনি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা দূরে রেখেছেন।

ওপেনিং জুটিতে আফ্রিদি রেখেছেন সাঈদ আনোয়ার ও আমির সোহেলকে। সাঈদ আনোয়ারকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ওপেনার হিসেবে আখ্যায়িত করেছেন আফ্রিদি। আর আমির সোহেলের সাহসিকতার প্রশংসা করেছেন। দলের মেরুদণ্ড হিসেবে ইনজামাম-উল-হককে উল্লেখ করেছেন, এবং চাপ সামাল দেওয়ার জন্য ইউসুফকে রেখেছেন।

আফ্রিদি নিজের প্রিয় তালিকায় নিজেকেও গেম চেঞ্জার হিসেবে রেখেছেন। সর্বকালের সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে ইমরান খানের ভূমিকাকে তুলে ধরেছেন। ওয়াসিম আকরামকে “সুইংয়ের সুলতান” এবং ওয়াকার ইউনিসকে “বুলেট” হিসেবে বর্ণনা করেছেন। শোয়েব আখতারের চরিত্র আফ্রিদির কাছে হিংস্র ও ক্ষিপ্র।

ফলস্বরূপ, আফ্রিদির দৃষ্টিতে পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ গঠন করা হয়েছে এই খেলোয়াড়দের নিয়ে—
সাঈদ আনোয়ার, আমির সোহেল, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, শহীদ আফ্রিদি, রশিদ লতিফ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, এবং শোয়েব আখতার।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement