এশিয়ার ক্রিকেট উৎসব শুরু হচ্ছে আজ সংযুক্ত আরব আমিরাতে

Published : ১১:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৫
এশিয়ার ক্রিকেট উৎসব শুরু হচ্ছে আজ সংযুক্ত আরব আমিরাতে। মরুর দেশে জ্বলে উঠবে ক্রিকেটের রঙিন আলো। এবারও শিরোপা জয় করতে আট দল নামছে দুই গ্রুপে বিভক্ত হয়ে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক আমিরাত। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়বে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। উদ্বোধনী ম্যাচে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।
তবে শুধুই প্রতিপক্ষ নয়, দলগুলোকে এবার মোকাবিলা করতে হবে মরুর আবহাওয়াকেও। প্রচণ্ড গরম ও আর্দ্রতা খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ম্যাচের শেষ দিকে শিশিরের প্রভাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বোলারদের জন্য। তাই টস জেতা দল কৌশলগত সুবিধা নিতে পারে। ভারত-পাকিস্তান লড়াই সবসময়ই ক্রিকেটপ্রেমীদের জন্য আলাদা আবেগের জায়গা। এবারের গ্রুপ পর্বেই দেখা মিলবে এই চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচ। অন্যদিকে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের ছন্দে ফিরতে মরিয়া। আফগানিস্তানও এখন শক্তিশালী দল, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চমকে দিতে সক্ষম। আর ওমান, আমিরাত কিংবা হংকং শিরোপার দাবিদার না হলেও বড় দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায়। বিশেষ করে স্বাগতিক আমিরাত চাইবে দর্শকদের সামনে চমক দেখাতে। মনে রাখতে হবে, এই দলের বিপক্ষেই সিরিজ হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের জন্য এবারের আসরটা বড় পরীক্ষা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ছন্দ খুঁজছে টাইগাররা। লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনদের ব্যাটিং আর তাসকিন-মুস্তাফিজদের বোলিং কতটা ধারালো হয়, সেটিই নির্ধারণ করবে তাদের অগ্রযাত্রার পথ।
মরুর কন্ডিশনে আবহাওয়া ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে যে দল ভারসাম্যপূর্ণ ক্রিকেট খেলতে পারবে, তারাই টিকে থাকবে আসরের শেষ পর্যন্ত। ভারত-পাকিস্তানের চিরচেনা দ্বন্দ্ব, বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই কিংবা আফগানিস্তানের আগ্রাসী ক্রিকেট সব মিলিয়ে এবারের এশিয়া কাপ হতে যাচ্ছে রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর। বিস্তারিত খবর খেলার পাতায়।
BD/AN