নাসুমের বোন ফাঁস করলেন পারিবারিক টানাপোড়েনের অন্তর

নাসুমের বোন ফাঁস করলেন পারিবারিক টানাপোড়েনের অন্তর ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী বর্তমানে অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন  এ ধরনের সংবাদ ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এবার নাসুমের পরিবারে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তার বোন সাবিনা আক্তার শাম্মী। তিনি দাবি করেছেন, বাবার এই পদক্ষেপ মূলত নাসুমকে খারাপভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

একজন দেশের জনপ্রিয় সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে শাম্মী জানিয়েছেন, মা মারা যাওয়ার পর নাসুম এবং তার স্ত্রীই পরিবারকে সমর্থন দিয়েছেন। তিনি আরও বলেন, “আমার ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করেছে। মা মারা যাওয়ার সময় নাসুম আমাদের কষ্ট বুঝতে দিয়েছেন, কিন্তু বাবাই আমাদের ছেড়ে চলে গেছেন। মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে বাবা বিয়ে করতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং সেই ঝগড়ার কারণে আমাদের ছেড়ে চলে যান। এটি মূলত নাসুম ও তার ভাবিকে খারাপভাবে দেখানোর পরিকল্পনা।”

শাম্মী আরও জানিয়েছেন, বাবা চাইতেন না তিনি পড়াশোনা চালিয়ে যান। তিনি বলেন, “আমি বাবার ইচ্ছায় লেখাপড়া বন্ধ করেছি। স্কুলে যাওয়ার সময় উনি গাড়ি আটকে দিতেন এবং নানা রকম বাধা দিতেন।”

সাক্ষাৎকারে শাম্মী আরও বলেন, “আমরা জানতাম না উনি কাকে বিয়ে করছেন, কবে করছেন। আমরা এক বছর আগে বিষয়টি জানতে পেরেছি। নাসুম এবং তার স্ত্রী চেষ্টা করেছিলেন বাবাকে পরিবারের কাছে ফেরানোর, কিন্তু উনি আসতে চাননি।”

শাম্মীর এই বিবৃতিতে প্রকাশ পাচ্ছে, নাসুমের পরিবারে পিতার আচরণ নিয়ে রয়েছে জটিলতা এবং সামাজিক প্রতিক্রিয়ার কেন্দ্রবিন্দুতে থাকা সত্যের পেছনে রয়েছে পারিবারিক কনট্রোভার্সি।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement