আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে খেলবে সিরিজে

আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে খেলবে সিরিজে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৭, ১৯ অক্টোবর ২০২৫

সম্প্রতি পাকিস্তানের উরগুন অঞ্চলে সংঘটিত এক হামলায় তিন আফগান ক্রিকেটারসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আফগানিস্তান তাদের ক্রিকেট সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।

এই ঘটনায় ত্রিদেশীয় সিরিজ মাঠে আয়োজন করা নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ মুহূর্তে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। পিসিবি জানিয়েছে, নতুন দল সংযোজন সাপেক্ষে সিরিজের সূচি অপরিবর্তিত থাকবে।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে এই ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজটি আয়োজনের মূল উদ্দেশ্য হলো আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান ও নতুন সংযোজিত জিম্বাবুয়ে দল মুখোমুখি হবে। ১৯ নভেম্বর একই মাঠে লড়বে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। এরপর ২২ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল দু’বার করে একে অপরের বিরুদ্ধে খেলবে এবং শীর্ষ দুই দল ২৯ নভেম্বর লাহোরে ফাইনালে মুখোমুখি হবে।

এভাবে পাকিস্তান ও জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা দলের অংশগ্রহণ নিশ্চিত করে সিরিজের আয়োজন যথাসময়ে সম্পন্ন হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement