স্বচ্ছতা রক্ষায় কোয়াবের পদ ছাড়লেন পাইলট

স্বচ্ছতা রক্ষায় কোয়াবের পদ ছাড়লেন পাইলট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০২, ১৯ অক্টোবর ২০২৫

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও খ্যাতিমান উইকেটরক্ষক–ব্যাটার খালেদ মাসুদ পাইলট কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) থেকে পদত্যাগ করেছেন।

সম্প্রতি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায়, দুই সংস্থার স্বচ্ছতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দেন পাইলট। সেখানে তিনি লিখেছেন, “কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল এক বিশেষ সম্মানের বিষয়। তবে বর্তমানে আমি বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সুনাম রক্ষার স্বার্থে কোয়াবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই এখন যুক্তিযুক্ত মনে করছি।”

কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন পাইলট। তবে ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হিসেবে জয়ী হন।

এই ক্যাটাগরিতে মোট ৪৫টি ভোটের মধ্যে ৪৩টি বৈধ ভোট পড়েছিল। তার মধ্যে ৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন খালেদ মাসুদ। তার প্রতিদ্বন্দ্বী, কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট।

বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই কোয়াবের সঙ্গে দ্বৈত দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আগেভাগেই পদত্যাগের মাধ্যমে তিনি নিজেকে নিরপেক্ষ রেখেছেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

পাইলটের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোয়াবের কাজ ও উদ্দেশ্যের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল থাকবেন এবং প্রয়োজনে সংগঠনের কল্যাণে পরামর্শমূলক ভূমিকা রাখবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement