সান্তোস ছাড়ছেন নেইমার, লক্ষ্য ইউরোপ

Published : ১১:৩৩, ১৮ অক্টোবর ২০২৫
দীর্ঘ সময় ধরেই ব্রাজিল জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। একসময় মাঠ কাঁপানো এই তারকা এখন ২০২৬ বিশ্বকাপের আগে নিজেকে পুনরায় সেরা ছন্দে ফেরাতে মরিয়া।
সান্তোসের হয়ে কিছু ম্যাচ খেললেও এখনো পুরোপুরি ফিটনেস ফিরে পাননি তিনি। এরই মধ্যে ইউরোপে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে ফুটবল অঙ্গনে।
ফুটবল বিশ্বে শীতকালীন ট্রান্সফার উইন্ডো ঘিরে চলছে নানা জল্পনা—এর মধ্যেই শোনা যাচ্ছে, নেইমার আবারও ইউরোপের ক্লাব ফুটবলে ফিরতে পারেন। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এ অবস্থায় ইতালিসহ ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের কাছে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাবও পৌঁছেছে বলে জানা গেছে।
খ্যাতনামা ট্রান্সফার বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও নাপোলি নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে পুনরায় ভাবছে। যদিও গ্রীষ্মকালীন ট্রান্সফার সময়ে তারা এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। তবে নেইমারের এজেন্ট পিনি জাহাভির সঙ্গে ক্লাব দুটির কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবার আলোচনাকে এগিয়ে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে মাঠের বাইরে নেইমারের সবচেয়ে বড় লক্ষ্য—ব্রাজিল জাতীয় দলে পুনরায় ফেরা। কার্লো আনচেলোত্তির অধীনে ২০২৬ সালের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে হলে নিজেকে দ্রুত প্রমাণ করতে হবে। তাই তিনি এমন একটি ইউরোপীয় ক্লাব খুঁজছেন, যেখানে কয়েক মাসের মধ্যেই নিজের ফর্ম ও ফিটনেস ফিরে পাওয়া সম্ভব।
সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী জানুয়ারির শুরুতেই নেইমারের ইউরোপীয় ফুটবলে প্রত্যাবর্তন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে পারে। ফুটবলপ্রেমীদের এখন শুধু সেই ঘোষণার অপেক্ষা।
বিডি/এএন