ইতিহাস গড়লেন রোনালদো, ফুটবলে প্রথম ৯৫০ গোলের কীর্তি

ইতিহাস গড়লেন রোনালদো, ফুটবলে প্রথম ৯৫০ গোলের কীর্তি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৭, ২৬ অক্টোবর ২০২৫

বয়স যে শুধু কাগজে লেখা একটি সংখ্যা—এর প্রমাণ যেন প্রতিনিয়তই দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। পায়ের জাদুতে তিনি এখন এক হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে দৌড়াচ্ছেন অবিশ্বাস্য গতিতে।

আর সেই পথে আরও একবার ইতিহাস গড়লেন তিনি—ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছুঁলেন ৯৫০ গোলের মাইলফলক।

শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে আল হাজমের বিপক্ষে আল নাসরের হয়ে ৮৮ মিনিটে গোলটি করেন রোনালদো। এই গোলেই ২–০ ব্যবধানের জয় নিশ্চিত হয় তার দলের। চলতি মৌসুমে এটি রোনালদোর ষষ্ঠ লিগ গোল ও মৌসুমের সপ্তম গোল।

২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল নাসরে যোগ দিয়েই যেন ক্যারিয়ারে দ্বিতীয় যৌবন ফিরে পেয়েছেন সিআরসেভেন। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত শতাধিক গোল করেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।

রোনালদোর এই ৯৫০ গোল এসেছে পাঁচটি ক্লাব এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে। ক্যারিয়ার শুরু করেছিলেন স্পোর্টিং সিপিতে, যেখানে করেন ৫ গোল। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের দুই দফায় করেন মোট ১৪৫ গোল। তবে সবচেয়ে বেশি—৪৫০ গোল এসেছে রিয়াল মাদ্রিদের হয়ে। জুভেন্টাসের হয়ে করেছেন ১০১ গোল এবং আল নাসরের জার্সিতে এখন পর্যন্ত ১০৬ গোল। পর্তুগাল জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ১৪৩।

রোনালদোর গোলসংখ্যা (ক্লাব ও জাতীয় দলে):

স্পোর্টিং সিপি (পর্তুগাল): ৫

ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড): ১৪৫

রিয়াল মাদ্রিদ (স্পেন): ৪৫০

জুভেন্টাস (ইতালি): ১০১

আল নাসর (সৌদি আরব): ১০৬

পর্তুগাল জাতীয় দল: ১৪৩

পুরুষ ফুটবলে সর্বাধিক গোলদাতা তালিকা:
১. ক্রিশ্চিয়ানো রোনালদো – ৯৫০
২. লিওনেল মেসি – ৮৯১
৩. পেলে – ৭৬২
৪. রোমারিও – ৭৫৬
৫. ফেরেঙ্ক পুসকাস – ৭২৫

রোনালদোর এই অর্জন আবারও প্রমাণ করল—দৃঢ়তা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে বয়স কেবল সংখ্যায় সীমাবদ্ধ, সীমাহীন সম্ভাবনা তখনো জীবন্ত থাকে এক সত্যিকারের কিংবদন্তির মধ্যে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement