ইয়ামালের বিয়ের প্রস্তাব ভাইরাল ভিডিও নিয়ে ভক্তদের উন্মাদনা
Published : ১৩:২২, ২৫ অক্টোবর ২০২৫
১৮ বছরের পা রাখার পর থেকে স্প্যানিশ ফুটবলর-এর তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে আলোচনার শীর্ষে। বিশেষ করে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকলের সঙ্গে তার সম্পর্ক ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ইয়ামাল নিকিকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি নিকির হাতে আংটি পরাচ্ছেন, যেন এক রোমান্টিক মুহূর্ত।
তবে নিশ্চিত করা হয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি। তবু ভক্তদের কল্পনা এবং উত্তেজনা কমেনি। ভিডিওর নিচে কেউ মন্তব্য করেছেন, “এরা একসাথে দারুণ দেখায়!”, আবার কেউ লিখেছেন, “বাস্তবেও এমন মুহূর্ত দেখতে চাই।”
এছাড়া, বার্সেলোনার এই তরুণ তারকা ও আর্জেন্টাইন সংগীতশিল্পীর সম্পর্ক ঘিরে আগে থেকেই বিতর্ক রয়েছে। বয়সের পার্থক্য নিয়ে সমালোচনা হচ্ছে, এবং অনেকে মনে করছেন, এই সম্পর্ক ইয়ামালের মাঠে পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে।
বিডি/এএন
































