এল ক্লাসিকোর আগে রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ

এল ক্লাসিকোর আগে রাফিনিয়াকে নিয়ে দুঃসংবাদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৯, ২৫ অক্টোবর ২০২৫

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। গত বৃহস্পতিবার অনুশীলনে ফেরায় আশা জেগেছিল,

হয়তো আসন্ন এল ক্লাসিকো দিয়েই তিনি ফিরবেন প্রতিযোগিতামূলক ফুটবলে। তবে সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে নতুন খবর। রাফিনিয়াকে নিয়ে আবারও দুঃসংবাদ পেয়েছে কাতালান ক্লাবটি।

রোববার (২৬ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, চোটের কারণে এই ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না বার্সা। ফলে কোচ হান্সি ফ্লিকের জন্য আরও কঠিন হয়ে পড়েছে দল সাজানো, বিশেষ করে যখন তিনি নিজেও ক্লাসিকোর ডাগআউটে উপস্থিত থাকতে পারবেন না।

এরই মধ্যে বার্সেলোনার ইনজুরি তালিকায় যোগ দিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার। হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমো ইতোমধ্যে নিশ্চিতভাবে ছিটকে গেছেন ক্লাসিকো থেকে। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

তবে পরিসংখ্যান বার্সার পক্ষে। শেষ চারটি এল ক্লাসিকোর সবকটিতেই জয় পেয়েছে তারা। বর্তমানে লা লিগায় ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

সব মিলিয়ে, ইনজুরিতে জর্জরিত বার্সেলোনার সামনে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে বার্নাব্যুতে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement