যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত বা ভিসা বন্ড প্রদানের বিষয়টি ব্যাখ্যা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, এই পরিস্থিতির জন্য দায় আর কোনো বর্তমান সরকারের নয়; বরং এর পিছনে দায়িত্ব বর্তমানের আগে দায়িত্বে থাকা আওয়ামী লীগ সরকারের।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, “যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণের ক্ষেত্রে শীর্ষে থাকায় তাদের ওপর এই নতুন নিয়ম আরোপ করা হয়েছে।
তবে এটি শুধু বাংলাদেশের জন্য নয়; যারা ইমিগ্রেশনে সমস্যায় পড়েছেন, তাদের সবার ক্ষেত্রে এটি প্রযোজ্য। যদিও এটি দুঃখজনক এবং কিছুটা কষ্টদায়ক, তবে এটি অস্বাভাবিক নয়। বন্ডের তালিকায় বাংলাদেশের নাম ওঠার মূল দায় পূর্ববর্তী সরকারের, যারা যথাযথ নীতি প্রণয়নে ব্যর্থ হয়েছিলেন। বর্তমান সরকার পরিস্থিতি সমাধানের চেষ্টা করবে।”
পররাষ্ট্র উপদেষ্টা ভিসা বন্ডের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, “ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা। কিছু দেশ সাময়িক ভিসা প্রদানের আগে বিদেশি নাগরিকদের কাছ থেকে জামানত নেন, যাতে তারা ভিসার শর্ত—বিশেষ করে অবস্থানের সময়সীমা—মেনে চলে।”
গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী বাংলাদেশিদের ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে। ডলারের বিনিময় হার ১২২.৩১ টাকা ধরে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা হয়।
বর্তমানে এই তালিকায় বাংলাদেশ ছাড়াও মোট ২৫টি দেশ রয়েছে। এর আগে এই তালিকায় ৩৮টি দেশ ছিল, যা পরবর্তীতে কমিয়ে আনা হয়েছে। তালিকাভুক্ত দেশগুলো মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশ। নতুনভাবে যুক্ত দেশগুলোর জন্য এই নিয়ম ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক যারা বি১/বি২ (ট্যুরিস্ট/বিজনেস) ভিসার জন্য আবেদন করবেন, তাদেরকে ৫ হাজার, ১০ হাজার বা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। ভিসা সাক্ষাৎকারের সময় বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে এবং আবেদনকারীরা মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে এই শর্তে সম্মতি জানাতে পারবেন।
এই নির্দেশনার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চাচ্ছে যে, ভিসাধারীরা নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ছাড়বেন এবং স্থানীয় আইন ও নিয়মকানুন মেনে চলবেন।

































