চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে রাজধানী ঢাকায় গড়ে উঠেছিল একটি ভুয়া আইফোন সংযোজন কারখানা, যেখানে বিদেশ থেকে আনা মোবাইল যন্ত্রাংশ ব্যবহার করে স্থানীয় বাজারে আইফোনের নকল ফোন তৈরি করা হতো। কর ফাঁকি দিয়ে পরিচালিত এই চক্র প্রায় দেড় বছর ধরে চলছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় বিভিন্ন মডেলের ৩৬৩টি নকল আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের মেশিনারিজ উদ্ধার করা হয়।
ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। উত্তরা এলাকা থেকে ৫৮টি মোবাইল ফোনসহ একজন এবং নিকুঞ্জ-১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এই সময় অবৈধ মোবাইলের পাশাপাশি আইফোনের যন্ত্রাংশ, সংযোজনের মেশিন এবং বিদেশি মদও জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে ঢাকায় এনে গোপন ল্যাবে সংযোজন করে নকল আইফোন তৈরি করতো। এরপর তা আসল আইফোনের মতো ভুয়া মোবাইল হিসেবে বাজারে বিক্রি করা হতো। এ বিষয়ে বাংলাদেশের নাগরিকদেরও সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে, যদিও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যায়নি।
ডিবি কর্মকর্তা সাধারণ জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অফিসিয়াল শোরুম বা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন কেনার পরামর্শ দেন না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

































