রাজধানীর কলাবাগান থানা এলাকার একটি গেস্ট হাউজে বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) এবং জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কলাবাগান থানাধীন ৪০ লেক সার্কাস এলাকার শাহজালাল গেস্ট হাউজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬-এর ৭৪ ধারায় মামলা করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।
































