মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব নাকচ করেছে বিসিবি

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাব নাকচ করেছে বিসিবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫০, ৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃঢ় ও অটল অবস্থানের কারণে ভারতীয় ক্রিকেট মহল এবং বিসিসিআই একেবারেই অস্বস্তিতে পড়ে গেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের অনড় অবস্থান দেখে ভারত দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়।

জানা গেছে, এই পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ মুস্তাফিজকে পুনরায় আইপিএলে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছিল এবং বিনিময়ে ভারতের মাঠে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সামনে এনেছিল। তবে বিসিবি স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বোর্ড আবারও নিশ্চিত করেছে যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ ভারতেই বিশ্বকাপ খেলবে না।

এর আগে আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে বিসিসিআইয়ের নির্দেশনায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়। এমনকি কলকাতার সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও মুস্তাফিজ-সংক্রান্ত ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়।

মুস্তাফিজকে ফেরানোর প্রস্তাবের পর বিসিবি কঠোর অবস্থান গ্রহণ করে। বোর্ড জানায় যে, যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা যায় না, সেখানে পুরো দল পাঠিয়ে বিশ্বকাপ খেলা অসম্ভব। এই অবস্থানেই চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, যা প্রস্তাবটি সামনে আনার কারণ হিসেবে কাজ করে।

প্রস্তাব আসার আগেই বিসিবি তাদের অবস্থান প্রকাশ করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ফোনে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে জিজ্ঞেস করেন, মুস্তাফিজকে আইপিএলে ফেরানো হলে বাংলাদেশ কি ভারতে বিশ্বকাপ খেলবে। ফোনালাপে স্পষ্টভাবে জানানো হয়, ‘সিদ্ধান্ত বদলানোর সময় পেরিয়ে গেছে—ইটস টু লেট।’

দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বিসিবির এক পরিচালকের বক্তব্যে বলা হয়েছে, ‘আমরা যদি প্রস্তাবটি গ্রহণ করতাম, তা হলে ইনিংস ঘোষণার পর একই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো পরিস্থিতি তৈরি হতো। তাই আমরা সেটি গ্রহণ করিনি।’

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement