৮ জানুয়ারি অভিনেত্রী নুসরাত জাহানের জন্মদিন। জন্মদিন মানেই তার ও পরিবারের কাছে বিশেষ আনন্দ আর আলাদা আয়োজন। অন্যান্য বছরের মতো এবারও শহরের কোলাহল ছেড়ে শহরের বাইরে বোলপুরের একটি রিসর্টে জন্মদিন উদযাপন করছেন নুসরাত ও তার স্বামী।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এবারের জন্মদিনের পুরো পরিকল্পনাটাই করেছেন নুসরাতের স্বামী। কাজের ব্যস্ততা থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দিনটিকে আনন্দময় করে তুলছেন অভিনেত্রী।
জন্মদিনের উদযাপন শুরু হবে মধ্যরাত থেকেই। প্রথমেই থাকবে দেশি মুরগির ঝোল দিয়ে বিশেষ নৈশভোজ। দুপুরের খাবারের জন্য রাখা হয়েছে মাংসের নানা পদ, যা পরিবারের সবারই পছন্দ। জন্মদিনের কেকেও থাকছে আলাদা চমক—চকোলেট স্বাদের কেক নুসরাতের প্রিয়, তাই এবছরও সেই স্বাদেই কেক কাটবেন তিনি।
এই বিশেষ দিনে শুধু নুসরাত ও তার স্বামী নন, উপস্থিত থাকবেন তাদের দুই ছেলে এবং পরিবারের পোষ্যরাও। জন্মদিনে কোনো কড়া ডায়েট মানছেন না অভিনেত্রী; পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে বসে সব ধরনের প্রিয় খাবারের স্বাদ উপভোগ করবেন তিনি।
চলতি মাসে নুসরাতের কাজের ব্যস্ততা বেশ থাকলেও পরিবারকে সময় দেওয়াকে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। শহরের বাইরে এই উদযাপন শেষ করে আবার শহরে ফিরেও ঘনিষ্ঠদের নিয়ে আরও কিছু আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে, পরিবার, ঘনিষ্ঠজন এবং মনপসন্দ খাবারের সঙ্গে নুসরাত জাহানের জন্মদিনের আনন্দ এবছরও হয়ে উঠেছে আরও রঙিন ও স্মরণীয়।



































