আমেরিকার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক

আমেরিকার মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৭, ৮ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য মিশিগানের হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বহুল পরিচিত ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে খালেদা জিয়ার নামেই পরিচিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতি এক ব্যতিক্রমী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের মতে, এটি কেবল একটি সড়কের নাম পরিবর্তনের বিষয় নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও স্ট্রিট ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে উত্থাপন করা হলে তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। প্রবাসী বাংলাদেশিদের মতে, এই নামকরণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে আরও দৃশ্যমান করবে।

এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। সে হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার নামে রাস্তার নামকরণ নতুন নয়, তবে খালেদা জিয়ার নামে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই অর্জনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক প্রভাবের একটি স্পষ্ট প্রতিফলন।

উল্লেখ্য, হ্যামট্রমিক শহরটি তার বহুজাতিক ও বৈচিত্র্যময় জনসংখ্যার জন্য পরিচিত। এমন একটি শহরে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের জনগণের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement