নিলামে আরও ২০৬ মিলিয়ন ডলার ক্রয় বাংলাদেশ ব্যাংকের

নিলামে আরও ২০৬ মিলিয়ন ডলার ক্রয় বাংলাদেশ ব্যাংকের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৭, ৮ জানুয়ারি ২০২৬

নিলামের মাধ্যমে ১৫টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক আরও ২০৬ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। অর্থাৎ ২০ কোটি ৬০ লাখ ডলারের এই লেনদেন শুক্রবার নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, ডলারের বিনিময় হার নির্ধারিত হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা, যা একই সঙ্গে কাটঅফ মূল্য হিসেবেও প্রযোজ্য।

এই ক্রয়ের মাধ্যমে চলতি জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক মোট ৬১৭ মিলিয়ন বা ৬১ কোটি ৭০ লাখ ডলার কিনেছে।

চলতি অর্থবছর ২০২৫-২৬ সালে নিলামের মাধ্যমে একাধিক ধাপে ডলার কেনা হয়েছে, যার মধ্যে ১৩ জুলাই থেকে এই কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৩৭৫ কোটি ২৫ লাখ ডলার বা প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ বিদেশি মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখা এবং বাজারে ডলারের সরবরাহ নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। নিলামের মাধ্যমে ক্রয় প্রক্রিয়াটি স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে, যা বাণিজ্যিক ব্যাংক ও রেমিট্যান্স প্রাপ্ত গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement