এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৫:২০, ৮ জানুয়ারি ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন হবে না এবং এ নিয়ে রাজপথে নামারও প্রয়োজন নেই। নির্বাচন কমিশন আইন ও বিধিবিধানের আলোকে সম্পূর্ণ নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত নির্বাচন আয়োজন করবে বলে তিনি আশ্বাস দেন।

বৃহস্পতিবার (তারিখ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি মনোনয়নপত্র বাতিল ও গ্রহণ সংক্রান্ত আপিল শুনানি প্রসঙ্গে তিনি বলেন,

নির্বাচন কমিশন আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করবে। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করলে—উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ প্রার্থীর আপিল করার সুযোগ রয়েছে।

সিইসি বলেন, “আমরা ইনসাফে বিশ্বাসী। আমরা ইনসাফ করব। শুনানি শেষে আপনারা দেখবেন, আইন ও বিধিবিধান অনুযায়ী ন্যায়বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য।”

তিনি আরও বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত। তবে এবার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি, যা নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement