চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী কাতালানদের। আগের মৌসুমের ফাইনালে হারের ক্ষত ভুলে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা।
রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১টায় শুরু হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত দ্বৈরথ উপভোগ করতে মুখিয়ে থাকবে বিশ্বের কোটি কোটি সমর্থক।
এল ক্লাসিকো মানেই বাড়তি উত্তেজনা, আর বছরের প্রথম এল ক্লাসিকো হওয়ায় ম্যাচটির গুরুত্ব ও রোমাঞ্চ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। একদিকে এই শিরোপা জিতে বার্সেলোনার সঙ্গে ট্রফির ব্যবধান কমানোর সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। অন্যদিকে, লা লিগায় আড়াই মাস আগে রিয়ালের কাছে হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চ হিসেবেও এই ফাইনালকে দেখছে বার্সেলোনা।
ফাইনালের আগে বার্সা শিবিরে স্বস্তির খবর—চোট কাটিয়ে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তরুণ তারকা লামিনে ইয়ামালের। কোচ হ্যানসি ফ্লিক পাচ্ছেন তুলনামূলক শক্তিশালী স্কোয়াড। দুর্দান্ত ফর্মে থাকা রাফিনহা আক্রমণে জোগাবেন বাড়তি ধার, আর গোলরক্ষক হুয়ান গার্সিয়া ইতোমধ্যেই দলের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন।
রিয়াল মাদ্রিদ শিবিরেও রয়েছে ইতিবাচক বার্তা। ইনজুরির কারণে শেষ ম্যাচে না খেলা কিলিয়ান এমবাপ্পে এই ফাইনালে ফিরবেন—এমনটাই ধারণা করা হচ্ছে। তবে ভিনিসিয়ুস জুনিয়রের সাম্প্রতিক অফ-ফর্ম কোচ জাবি আলোনসোর চিন্তার কারণ হয়ে আছে। পাশাপাশি রক্ষণভাগ নিয়েও কিছুটা শঙ্কা রয়েছে।
পরিসংখ্যান বলছে, এল ক্লাসিকোর শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে বার্সেলোনা। তবে সামগ্রিকভাবে শেষ নয় ম্যাচের হিসেবে পাঁচটি জয় নিয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বকালের হিসাবেও বার্সেলোনার ১০৪ জয়ের বিপরীতে রিয়ালের জয় ১০৬টি। তাই ফাইনালের আগে কাগজে-কলমে কাউকেই স্পষ্টভাবে এগিয়ে রাখা কঠিন।
যেভাবে দেখবেন ম্যাচ
বাংলাদেশ থেকে দর্শকরা রাত ১টায় সরাসরি বিগিন অ্যাপের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি yalla1shoot ওয়েবসাইট এবং ফেসবুক ও ইউটিউবে ‘Real Madrid vs Barcelona live match today’ লিখে সার্চ করলে কিছু চ্যানেলে লাইভ সম্প্রচার পাওয়া যেতে পারে।
আন্তর্জাতিক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম
বিশ্বের বিভিন্ন দেশে ম্যাচটি দেখা যাবে একাধিক স্ট্রিমিং সার্ভিসে। এর মধ্যে রয়েছে—FawaNews, Tabii, ScoreBat.com, SportyTv, SonyLIV app, 1xBet, Score808.com, DAZN Canada, Optus Sport, Sling TV, RaiPlay এবং Yeacin TV।
বিশেষ পরামর্শ
যদি আপনার অবস্থান থেকে নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা সম্ভব না হয়, তাহলে VPN (Virtual Private Network) ব্যবহার করে অন্য দেশের স্ট্রিমিং সার্ভিসে প্রবেশ করে ম্যাচ উপভোগ করা যেতে পারে।

































