শ্রীলঙ্কা না হলে পাকিস্তানে খেলা হবে বাংলাদেশের

শ্রীলঙ্কা না হলে পাকিস্তানে খেলা হবে বাংলাদেশের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৫২, ১১ জানুয়ারি ২০২৬

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জিও নিউজ জানিয়েছে, পিসিবির সূত্রে, শ্রীলঙ্কার ভেন্যু ব্যবহার সম্ভব না হলে বিকল্প হিসেবে পাকিস্তানের ‘প্রস্তুত এবং সম্পূর্ণ সজ্জিত’ স্টেডিয়ামগুলোতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব রাখা হতে পারে।

মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয় আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের উত্তেজনার কারণে। ভারতের রাজনৈতিক এবং ধর্মীয় গোষ্ঠীর চাপের ফলে বিসিসিআই-এর নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মোস্তাফিজকে ছেড়ে দেয়। বাংলাদেশ সরকারের প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হয় এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

জিও নিউজ আরও উল্লেখ করেছে, পাকিস্তান সহজেই বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম হবে। দেশটির সব নির্ধারিত ভেন্যু আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। তবে, বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো দেশে সরানো হবে কি না—চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement