ব্যাক টু ব্যাক জয় নোয়াখালীর

ব্যাক টু ব্যাক জয় নোয়াখালীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪৮, ১১ জানুয়ারি ২০২৬

নোয়াখালী এক্সপ্রেস টানা ৬ ম্যাচ হারের কষ্টের অবসান ঘটিয়ে বিপিএলে প্রথম জয় পেয়েছিল। সেই জয়ের ধারাবাহিকতায় এবার নিজেদের অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ব্যাক টু ব্যাক জয়ের আনন্দ উপভোগ করেছে তারা।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসকে ১৮৫ রানের লক্ষ্য দেয়। জবাব দিতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। এর ফলে নোয়াখালী এক্সপ্রেস ৪১ রানের বড় জয় তুলে নেয়।

ঢাকার দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও রহমানউল্লাহ গুরবাজ শুরু থেকেই চাপের মধ্যে থাকেন। ১০ বলে ১১ রান করে গুরবাজ একটি ছক্কা হাঁকানোর পর ক্যাচ আউট হন, আর মামুন ৮ বলে ২ রান করে একই ওভারে আউট হন। সাইফ হাসানও ২ বল খেলে রান করতে পারেননি এবং ছন্নছাড়া শটের ফলে আউট হন। দুই উইকেটই নেন নোয়াখালীর ইহসানউল্লাহ।

এরপর চার উইকেট হারানোর পর ঢাকা বিপদে পড়লেও শামীম হোসেন পাটোয়ারি আক্রমণাত্মক খেলে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৩৭ বলে ৫৩ রানের জুটি গড়েন। পরে শামীম ১৬ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন, যেখানে তার ব্যাট থেকে আসে চারটি চার ও একটি ছক্কা।

মিঠুন ৩১ বলে ৩৩ রান করে আউট হন। তাদের পর সাব্বির রহমান ১০ বলে ১৩ রান করে আউট হন। ইমাদ ওয়াসিমও ৪ বলে ৩ রান করে আউট হন। শেষ উইকেটে একাই লড়াই করেন সাইফউদ্দিন, ২০ বলে ৩৪ রান করেন তিনি, তবে তা ঢাকার হারের ব্যবধান শুধু কমিয়েছে।

এর আগে নোয়াখালী ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা পায়। হাসান ইসাখিল ও সৌম্য সরকার পাওয়ারপ্লে-তে ৬৪ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। সৌম্য ২৫ বলে ৪৮ রান করেন, যার মধ্যে সাতটি চার ও একটি ছক্কা ছিল। এরপর শাহাদাত হোসেন দিপু ও হাবিবুর রহমান সোহান দ্রুত বিদায় নেন। ১১৯ রানে তিন উইকেট হারানোর পর বাবা-মোহাম্মদ নবী ও ছেলে হাসান ইসাখিলের অসাধারণ জুটি ৩০ বলে ৫৩ রান যোগ করে।

ইসাখিল ৬০ বলে ৯২ রানের অসাধারণ ইনিংস খেলেন, যেখানে সাতটি চার ও পাঁচটি ছক্কা ছিল। নবী ১৭ বলে ১৭ রান যোগ করে আউট হন। এরপর মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের অবদান ছিল সীমিত। নির্ধারিত ২০ ওভারে নোয়াখালী এক্সপ্রেস ১৮৪ রান করে, যেখানে সাত উইকেট হারায়। ঢাকার পক্ষ থেকে সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন দুইটি করে উইকেট নেন।

এই জয়ে নোয়াখালী এক্সপ্রেস তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং বিপিএলের চলমান মৌসুমে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে শক্তিশালীভাবে খেলতে থাকছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement