লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল আবারও প্রমাণ করল, ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় তারা কতটা এগিয়ে। ফুটবল বিশ্বে বরাবরের মতোই নজর কাড়ছে সেলেসাওদের নতুন প্রজন্মের দল নির্বাচন।
আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি আগামীর তারকাদের প্রস্তুত করাকে সমান গুরুত্ব দিয়ে আসছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ), যা দেশটিকে আজও বিশ্ব ফুটবলের শীর্ষ সারিতে ধরে রেখেছে।
নেইমারের পরবর্তী প্রজন্মকে সামনে রেখে আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিলের অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে সিবিএফ। এই দলে রাখা হয়েছে সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের, যাদের ঘিরে ব্রাজিলের ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন সমর্থকরা।
অনূর্ধ্ব-১৬ দলের প্রধান কোচ গুইলিয়ার্মে দাল্লা ডেয়া মোট ২৬ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছেন। নির্বাচিত খেলোয়াড়দের কারিগরি দক্ষতা ও কৌশলগত সক্ষমতা আরও শাণিত করতে রিও ডি জেনেইরোর একটি প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত বিশেষ অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রুনো, আধৌ ও ম্যাখিজুজ।
রক্ষণভাগে সুযোগ পেয়েছেন রিকার্ডো পিয়েট্রো, কেভিন, জনাথন মারিনহো, জুলিও দামিকিউ, এঞ্জো এস্তভিও, গিওভানে, ইউরি, লুকাস মিরান্ডা ও মাতিউস।
মধ্যমাঠ সামলাবেন জাও গ্যাব্রিয়েল, ক্রিস্টেয়ান, ইসাক, চাইও, লিওনোর্দা, হোসে এনরিক ও জিয়ান কার্লোস।
আর আক্রমণভাগে আছেন অ্যালান সান্তোস, আর্থার দিনিজ, গুলহারমে কুইরাজ, পেদ্রো, লুকাস সুজানো, হুগো ও পেদ্রিনহো।
এই দলকে ঘিরেই আগামী দিনে ব্রাজিল ফুটবলের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা করছে দেশটির ফুটবল মহল।
































