১৩ হাজার পরিবার পানিবন্দি, চাঁপাইনবাবগঞ্জের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় প্রায় ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পদ্মা নদীর উজান থেকে প্রবাহিত অতিবৃষ্টি ও ঢলের কারণে রোপা আউশ, ভুট্টা ও শাকসবজিসহ হাজারো হেক্টর ফসল পানির নিচে তলিয়ে গেছে। স্কুলের মাঠ ও শ্রেণিকক্ষ প্লাবিত হওয়ায় শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে ত্রাণ বিতরণ করছে এবং পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।