বড় পরাজয়ের কাঁধে নিয়ে আসর শুরু বাংলাদেশের ‘এ’ দলের
ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হেরে সিরিজ শুরু করেছে। ২২৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল মাত্র ১৪৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ম্যাচে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই দল কিছুটা বিচ্ছিন্ন মনোভাব দেখায়। জিসান আলম ও সাইফ হাসান ৮৬ রানের ঝড়ো জুটি গড়ে দলের কিছুটা আশা জাগালেও অন্যান্য ব্যাটসম্যানরা লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। পাকিস্তানের ফয়সাল আকরাম ও সাদ মাসুদ ৩টি করে উইকেট নিয়ে দলকে জয় এনে দেন।