দিনাজপুরের বাজারে উঠেছে অপরিপক্ব লিচু

দিনাজপুরের বাজারে উঠেছে অপরিপক্ব লিচু

দিনাজপুর প্রতিনিধি:

Published : ১২:৫৪, ১২ মে ২০২৫

দিনাজপুরে লিচু পরিপক্ক হতে এখনো প্রায় দেড় সপ্তাহ সময়ের প্রয়োজন। কিন্তু বাজারে উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের অপরিপক্ক লিচু। বাড়তি দামের আশায় ও তাপদাহে লিচু ঝরে পড়ার শঙ্কায় এসব অপরিপক্ক লিচু বাজারে বিক্রি করা হচ্ছে বলে দাবি কৃষকদের। 

সোমবার (১২ মে) সকালে দিনাজপুরের বাজার দেখা যায়, বেশ কয়েকজন ফল ব্যবসায়ী দোকানে মাদ্রাজি জাতের লিচু সাজিয়ে রেখেছেন। এসব লিচু আধাপাকা ও অপরিপক্ক। ব্যবসায়ীরা ১০০ লিচু বিক্রি করছেন ৩০০-৩২০ টাকায়। বছরের নতুন ফল হিসেবে এসব অপরিপক্ক লিচু কিনছেন অনেকে ক্রেতা। 

আল আমিন নামে এক ক্রেতা বলেন, নতুন ফল দেখে লোভ সামলাতে না পেরে ১০০ লিচু ক্রয় করলাম। কিন্তু এসব লিচু এখনও পরিপক্ক হয়নি। খেতে টক মিষ্টি, এখনও সময় লাগবে। তবুও নিলাম। মৌসুমি ফল হিসেবে। 

ফল ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, দুই তিনদিন থেকে বাজারে লিচু উঠেছে। সকালে বাগানিরা কিছু করে লিচু নিয়ে আসছেন। মাদ্রাজি লিচুতে প্রচন্ড গরমে লিচুর রং চলে এসেছে। আগাম লিচু বিক্রি হচ্ছে। বোম্বে, চায়না থ্রি, বেদনা জাতের লিচু উঠতে এখনও সময় লাগবে। মাদ্রাজি জাতের লিচুর চাহিদা কম, বেচাবিক্রিও তেমন হচ্ছে না। 

সদর উপজেলার মাসিমপুর এলাকার কৃষক আব্দুস ছামাদ বলেন, গরমে লিচু ফেটে যায় ও পড়ে যায়। এজন্য এখনই কিছু লিচু বিক্রি করে বাগানে লিচু কমিয়ে নিচ্ছি। এছাড়া শুরুতে বিক্রি করলে দামও বেশি পাওয়া যায়। 

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জাম বলেন, এখন বাজারে যেসব লিচু উঠছে তা পরিপক্ক নয়। বাজারে লিচু উঠতে এখনও প্রায় দেড় সপ্তাহ সময় লাগবে। তখন সময় লিচুর সঠিক স্বাদ পাওয়া যাবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement