কমিউনিটি ব্যাংক ও সি পার্ল হসপিটালিটি গ্রুপের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
Published : ১৭:৫৮, ১৬ নভেম্বর ২০২৫
দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং সি পার্ল হসপিটালিটি গ্রুপের মধ্যে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। আরও উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা- এর জেনারেল ম্যানেজার হেদি বেন আইসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ ছাড়াও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মুহাম্মদ আবরার রাজ্জাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই ব্যবসায়ীক সহযোগিতার ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সি পার্ল হসপিটালিটি গ্রুপের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য: পিক ও অফ-পিক সিজনে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড়।
এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা প্রদানের প্রতিশ্রুতির আরেকটি অংশ, যা ব্যাংকের সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি/এএন


































