ভোট চলাকালেই নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

Published : ১৬:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৫
বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে দলটির নেতৃত্বাধীন প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এ ঘোষণা দেন।
এর আগে সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা ছিল। তবে দিনের মাঝপথেই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের প্যানেল। এবারের নির্বাচনে জাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলে ৩১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬৭ জন প্রার্থী। মোট ভোটার ১১ হাজার ৯১৯ জনের মধ্যে ৬ হাজার ১০২ জন ছাত্র ও ৫ হাজার ৮১৭ জন ছাত্রী।
ভোট শুরুর পর থেকেই নানা অভিযোগ সামনে আসে। ছাত্রদল ও ছাত্রশিবির নেতৃত্বাধীন প্যানেল থেকে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। কিছু কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধও হয়ে যায়। এমনকি ভোটের আগের রাতেই অভিযোগ ওঠে যে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রনেতা-যিনি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত-তাকে ব্যালট বাক্স বহন করতে দেখা গেছে। এ ছাড়া ভোট চলাকালে একজনকে আটকও করা হয়।
BD/AN