ভোটের শেষ মুহূর্তে জাকসু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

ভোটের শেষ মুহূর্তে জাকসু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়েছে। শুরুতে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও পরে পরিস্থিতি পাল্টে গেছে। শেষ দিকে কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেলা বারোটা পর্যন্ত কেন্দ্রগুলো বেশিরভাগই ভোটার শূন্য ছিল। কিন্তু এরপর থেকে ধীরে ধীরে ভোটাররা উপস্থিত হতে শুরু করেছেন। বিশেষ করে যেখানে প্রায় এক হাজার ভোটার থাকার কথা, সেখানে ছয়টি কেন্দ্রে বেলা দুইটার দিকে দীর্ঘ লাইন দেখা গেছে।

লাইনে দাঁড়িয়ে থাকা একজন ভোটার বলেন, “ভোটগ্রহণে সত্যিই উৎসবমুখর পরিবেশ। আমি জীবনে প্রথমবার ভোট দিচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে আমরা খুবই উচ্ছ্বাসিত।”

কাজী নজরুল ইসলাম হল, ২১ নং হল এবং শহীদ তাজউদ্দীন আহমেদ হল কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রতিটি কেন্দ্রে প্রায় দুই শতাধিক ভোটার উপস্থিত ছিলেন। তবে যারা লাইনে দাঁড়িয়েছেন, তাদের ভোট গ্রহণ শেষ সময় পর্যন্ত চলবে।

কিছু হলে কেন্দ্রের রিটার্নিং অফিসাররা জানিয়েছেন, যারা নির্ধারিত সময়ে লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে, যত সময়ই লাগুক।

প্রতিবেদন লেখার সময় পাঁচটা দশ মিনিটে দেখা গেছে, কাজী নজরুল ইসলাম কেন্দ্রের বাইরে এখনও দুই শতাধিক ভোটার লাইন ধরে রয়েছেন।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement