বসুন্ধরায় ৫৫ লাখ টাকা চুরির ঘটনায় গৃহকর্মী ও দারোয়ান দুই দিনের রিমান্ডে

বসুন্ধরায় ৫৫ লাখ টাকা চুরির ঘটনায় গৃহকর্মী ও দারোয়ান দুই দিনের রিমান্ডে

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০০, ১৯ আগস্ট ২০২৫

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার, পরিচিত হালিমা (১৮) এবং বাড়ির দারোয়ান দেলোয়ার হোসেন (৬০)-কে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

জানা গেছে, গত ৩০ মে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির অভিযোগে দুই মাস পর জুলাইয়ে ভাটারা থানায় মামলা দায়ের করেন গৃহকর্ত্রী সাদিয়া আক্তার সাথী। মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের ওয়ারী জোনের উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার ১০ আগস্ট দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর দুই দফায় রিমান্ড শুনানির দিন পেছানো হয় এবং মঙ্গলবার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে অ্যাডভোকেট সফিকুল ইসলাম সবুজ খাঁন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি বলেন, “৫৫ লাখ টাকা এক বা দুই টাকা নয়, এটি একটি পুরো বস্তা টাকা। একজন গৃহকর্মীর পক্ষে একা এত বড় পরিমাণ টাকা নিয়ে যাওয়া সম্ভব নয়। এছাড়া ঘটনার সময় গৃহকর্ত্রী বাড়িতেই ছিলেন।”

বাদীর পক্ষে অ্যাডভোকেট মামুনুর রহমান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এই তথ্য ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, সাদিয়া আক্তার সাথী ২৯ মে জমি কেনার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা উত্তোলন করে বাসার বক্স খাটের নিচে একটি লাগেজে রাখেন। ৩০ মে সকালে গৃহকর্মী হালিমা কাজ করতে এসে তা গৃহকর্ত্রীকে না জানিয়ে দ্রুত বাসা থেকে চলে যান। পরে টাকা বের করতে গিয়ে সাদিয়া দেখতে পান টাকা হারানো। অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায়, খাটের নিচের লাগেজ থেকে টাকা চুরি করে দুই আসামি আত্মগোপনে চলে গেছেন।

Source: Rtv Online

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement