মানিক মিয়া এভিনিউয়ে পুলিশ-জুলাই যোদ্ধা সংঘর্ষ

মানিক মিয়া এভিনিউয়ে পুলিশ-জুলাই যোদ্ধা সংঘর্ষ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৭, ১৭ অক্টোবর ২০২৫

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পুলিশ ও জুলাই যোদ্ধাদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, তবে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি অগ্নিসংযোগও চালায়।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১টা থেকে ২টার মধ্যে এই সংঘর্ষের খবর পাওয়া যায়। মূলত, জাতীয় সংসদ ভবনে বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা থাকায় সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি ৩ দফা দাবিতে বিক্ষোভকারীরা অবস্থান নেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছিলেন, জুলাই সনদে তাদের স্বীকৃতি থাকবে, তাই সরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীরা অবস্থান ত্যাগ না করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।

পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ব্যারিকেড হিসেবে ব্যবহৃত রোড ব্লকারে আগুন ধরিয়ে দেন। এতে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

অভ্যুত্থনকারীরা সেচ ভবনের সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দেন। আগুন দেওয়ার পাশাপাশি প্রচুর আসবাবপত্র ও সিরামিক্সের থালা-বাসন ভাঙচুর করা হয়।

বর্তমানে মানিক মিয়া এভিনিউ পুলিশের নিয়ন্ত্রণে আছে, তবে পরিস্থিতি এখনও থমথমে। ওই সড়কে যান চলাচল এবং সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ। পাশাপাশি, মিরপুর সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement