শাহবাগ মোড় ব্লকেড যানচলাচল বন্ধ

Published : ১৫:২৭, ১৫ অক্টোবর ২০২৫
বেতন বৃদ্ধিসহ ভাতা ও শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান।
শহীদ মিনারে সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দাবি ছিল— বেতনের ২০ শতাংশ বৃদ্ধি, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান এবং শিক্ষা জাতীয়করণ। আন্দোলনরত শিক্ষকরা হুঁশিয়ারি দেন, যদি এই দাবি দুপুরের মধ্যে পূরণ না হয়, তবে তারা পূর্বঘোষিতভাবে শাহবাগ মোড় অবরোধ করবেন।
শাহবাগে মিছিল আনার পথে শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দেয়। তবে শিক্ষকরা সেই ব্যারিকেড ভেঙে মোড়ে পৌঁছে অবস্থান নেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।”
শিক্ষকরা স্লোগান এবং প্ল্যাকার্ড প্রদর্শন করে সরকারের প্রতি দাবি আদায়ের জন্য চাপ বৃদ্ধি করছেন। শাহবাগ মোড়ে অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বাধাপ্রাপ্ত হয়েছে।
বিডি/এএন