আজ থেকে কার্যকর মেট্রোরেলের নতুন সময়সূচি

আজ থেকে কার্যকর মেট্রোরেলের নতুন সময়সূচি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪০, ১৯ অক্টোবর ২০২৫

রাজধানীবাসীর সবচেয়ে জনপ্রিয় ও আধুনিক গণপরিবহন মেট্রোরেল এখন আরও দীর্ঘ সময় ধরে চলবে। যাত্রার শুরু থেকেই নগরবাসীর পছন্দের তালিকার শীর্ষে উঠে আসা এই পরিবহন ব্যবস্থার সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে প্রতিদিনের ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে নতুন এই সময়সূচি। এদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় নতুন সূচির। এর আগে প্রথম ট্রেনটি ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে।

একইভাবে রাতে শেষ ট্রেনের সময়ও আধা ঘণ্টা পিছিয়েছে। এখন থেকে মতিঝিল স্টেশন থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। নতুন এই সময়সূচি কার্যকর হওয়ায় কর্মজীবী মানুষসহ নিয়মিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই জানিয়েছেন, সকাল ও রাতের সময় বাড়ায় এখন তাদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।

শুধু সপ্তাহের কার্যদিবসই নয়, শুক্রবারের সময়সূচিতেও পরিবর্তন এসেছে। আগে যেখানে বিকেল ৩টায় মেট্রোরেল চলাচল শুরু হতো, এখন থেকে তা শুরু হবে দুপুর আড়াইটায়।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে প্রতিদিন চার লাখেরও বেশি যাত্রী মেট্রোরেল ব্যবহার করছেন। যাত্রীরা সময় বাড়ানোর পাশাপাশি ট্রিপ সংখ্যা বাড়ানোরও দাবি জানাচ্ছেন।

এই বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়ানোর সম্ভাবনা নিয়ে ইতোমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে নভেম্বরের মাঝামাঝি থেকেই ট্রিপ সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

এর আগে গত ১৫ অক্টোবর সংস্থাটি আনুষ্ঠানিকভাবে সময়সূচি বৃদ্ধির সিদ্ধান্তের ঘোষণা দেয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই সময় ও ট্রিপ বৃদ্ধির পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল বলে জানিয়েছে ডিএমটিসিএল।

নতুন সময়সূচির ফলে মেট্রোরেল এখন আরও সহজলভ্য ও যাত্রীবান্ধব হয়ে উঠছে—এমনটাই মনে করছেন নগরবাসী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement