উত্তরার মাইলস্টোন স্কুলের আইসিইউতে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Published : ১২:২১, ২৩ আগস্ট ২০২৫
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থী মারা গেছে। নিহত শিক্ষার্থীর নাম তাসনিয়া।
এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি জানান, বিস্ফোরণে তাসনিয়ার শরীরের প্রায় ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে তার চিকিৎসা চলছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
চিকিৎসকদের তথ্যমতে, বর্তমানে এই ঘটনায় এখনও ২২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাসনিয়ার বাবা মো. নাজমুল হোসেন বলেন, তার মেয়ে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা যায়, এ ঘটনায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০ জনে। ইতোমধ্যে চিকিৎসা শেষে ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
Source: আমার দেশ
BD/AN