দেশপ্রেম জাগাতে তরুণদের সামরিক ট্রেনিং অপরিহার্য — নাহিদ ইসলাম

Published : ২১:১১, ১২ আগস্ট ২০২৫
জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনের আয়োজন করে এনসিপির যুব উইং ‘জাতীয় যুবশক্তি’।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের তরুণরা আজও ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তি ধারণ করে আছে। এই শক্তিকে রাষ্ট্র কতটা কাজে লাগাবে, তা আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা প্রতিশ্রুতি রক্ষা করব এবং গণপ্রতিরক্ষার জন্য তরুণদের সর্বদা প্রস্তুত রাখব।”
তিনি জানান, জুলাই পদযাত্রার মাধ্যমে সারাদেশে যুবশক্তির ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রায় প্রতিটি জেলার সংগঠকেরা এতে সম্পৃক্ত হয়ে তরুণদের যুক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান ব্যর্থ করার সব আয়োজন হয়েছে, কিন্তু সমীকরণ এখনও শেষ হয়নি। জুলাই সনদে এক শতাংশও ছাড় দেওয়া হবে না।”
নাহিদ ইসলাম আরও বলেন, ঐক্য বজায় রাখা না গেলে আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি হতে পারে। নির্বাচন চাইলেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে কোনও রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না।
দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি কোনও দলের ইমেজের জন্য ভালো নয়। যারা সুযোগ নিতে দলে এসেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি জোর দিয়ে বলেন, যুবশক্তি কেবল এনসিপির নয়, দেশের ভবিষ্যতের ভ্যানগার্ড হবে। তরুণদের অবহেলা করলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।
BD/AN