হেলিকপ্টারে করে ঢাকায় আনা হলো হাতির আঘাতে আহত চিকিৎসকদের

Published : ১৩:৩৩, ১৬ আগস্ট ২০২৫
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শুক্রবার বিকেলে মাইন বিস্ফোরণে আহত বন্যহাতির চিকিৎসা দেওয়ার সময় তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত, মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণ পাহাড়ে মাইন বিস্ফোরণ ঘটেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিজিবি হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, হাতিটি বিস্ফোরণে আহত হওয়ার পর চিকিৎসা দেওয়ার সময় আচমকা আক্রমণ করলে এই দুর্ঘটনা ঘটে। বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম তত্ত্বাবধান করছে।