‘আজ নাকি আমার ক্যাম্পাসে আমাদের ছবিতে জুতা নিক্ষেপ হবে?: খায়রুল বাসার

Published : ১৬:০৭, ১৬ আগস্ট ২০২৫
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন অভিনেতা খায়রুল বাসার। তিনি কবি আল মাহমুদ ও নির্মলেন্দু গুণের দুটি বিখ্যাত কবিতা উদ্ধৃত করে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। পোস্টে লেখা হয় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের কবিতাংশ, যা তার অনুরাগীদের অনেকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও একদল সমর্থকের ক্ষোভের জন্ম দেয়।
প্রতিক্রিয়াস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী খায়রুল বাসারের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, বাসারের পোস্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে সমালোচনা করলেও আরেক অংশ তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, একজন শিল্পীর পক্ষ থেকে জাতীয় নেতাকে স্মরণ করা কোনো অপরাধ নয়।
শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে বাসার লিখেছেন, তিনি যদি সত্যিই জুতা নিক্ষেপের লক্ষ্য হন তবে সেটি হাসিমুখে গ্রহণ করবেন। তিনি মন্তব্য করেন, "আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, তাই কি অপরাধী? বঙ্গবন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করায় কি শাস্তি পাবো?"
বাসার আরও লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি অনুজদের প্রতি আহ্বান জানাচ্ছেন, "আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পুরনো জুতাটা নিক্ষেপ করো।" তার ভাষ্যমতে, শিক্ষার্থীরা এখন রাজনৈতিক প্রভাবিত হয়ে নিজের আবেগ থেকে সরে গেছেন।
ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেউ এটিকে ভক্ত-শিল্পীর ভুল বোঝাবুঝি বলছেন, আবার কেউ দেখছেন প্রজন্মভিত্তিক রাজনৈতিক বিভাজনের প্রতিফলন হিসেবে।
BD/AN