শাওনের নামে ২০ হাজার টাকা দিয়ে পোস্ট ছড়ানোর স্ট্রিনশট ভাইরাল

Published : ১৫:৪৫, ১৬ আগস্ট ২০২৫
গতকাল ১৫ আগস্ট ছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে তাঁকে ও পরিবারের কিছু সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার সরকার এই দিনকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। বিগত বছরগুলোতে ১৬ বছরেরও বেশি সময় ধরে দিনটি আড়ম্বরপূর্ণভাবে পালিত হতো।
গত বছর জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের কারণে ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয় এবং এই দিনে কোনো অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ ছিল। এ বছরও সরকারি আদেশ বহাল ছিল। তবুও সোশ্যাল মিডিয়ায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী অসংখ্য মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। ফেসবুক প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুকে নিয়ে অজস্র পোস্ট ছড়িয়ে পড়েছে। শোবিজ তারকারাও এই তালিকায় অংশ নিয়েছেন। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান থেকে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান পর্যন্ত কেউ বাদ পড়েননি।
কিন্তু সন্ধ্যার দিকে মীর মোরসালিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্রিনশট ভাইরাল হয়। এতে দাবি করা হয়, মেহের আফরোজ শাওন ২০ হাজার টাকা দিয়ে খায়রুল বাসার, জাহের আলভী, ইরফান সাজ্জাদ, মুমতাহিনা চৌধুরী টয়া, সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি, শ্রাবণ্য তৌহিদা ও সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজাকে বঙ্গবন্ধু নিয়ে পোস্ট করিয়েছেন। স্ট্রিনশটে চার্টার্ড ব্যাংক স্টেটমেন্ট দেখানো হয়েছে।
ভুয়া স্ট্রিনশটটি প্রকাশিত হওয়ায় সংশ্লিষ্ট তারকারা নিজস্ব পোস্টে প্রতিবাদ করেন। মেহের আফরোজ শাওন বিষয়টিকে ঠাট্টার ছলে উপস্থাপন করেন। সুনেরাহ বিনতে কামাল স্পষ্ট করে বলেন, এটি ভুয়া খবর এবং তার ব্যাংক একাউন্টও এতে ব্যবহৃত হয়নি। মুমতাহিনা চৌধুরী টয়া স্ট্রিনশটকে হাস্যকর বলে মন্তব্য করেন। শ্রাবণ্য তৌহিদা বলেন, যদিও উদ্দেশ্য ভাইরাল হওয়া, বাস্তবে এটি ভুল উপস্থাপনা।
বিশ্লেষকরা মনে করছেন, সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সামাজিক মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা দেখায় জনমনে তার গুরুত্ব ও চেতনার প্রভাব অম্লান। একই সঙ্গে ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার ও সতর্কতার প্রয়োজনীয়তাও浮 ওঠে।
BD/AN